মোহাম্মদপুরে রিকশা আটকে ছিনতাই, চাপাতি নিয়ে নারীর ওপর হামলা

ডেস্ক রিপোর্ট
প্রকাশঃ ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ৪:৪৫ এএম

চুরি, ছিনতাই যেন ছড়িয়ে পড়েছে পুরো রাজধানীতে। এর মধ্যে বেশি অপরাধপ্রবণ এলাকা হিসেবে পরিচিত মোহাম্মদপুর। গতকাল রবিবার রাতে মোহাম্মদপুরে রিকশা আটকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সেখানে দেখা যায়, একটি রিকশা থামিয়ে দুই তরুণ ছিনতাই করছে। রিকশায় এক নারীকে বসে থাকতে দেখা যায় এবং তার পাশেই দাঁড়িয়ে ছিলেন আরেক নারী। এসময় দাঁড়িয়ে থাকা নারীর দিকে এক ছিনতাইকারীকে চাপাতি হাতে তেড়ে যেতে দেখা যায়।
সেখানে আরেক ব্যক্তিকে দেখা যায় ছিনতাইকারীদের সরিয়ে দিতে। তবে তিনি ওই দুই নারীর সঙ্গে ছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, ওইদিন রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর বনশ্রী এলাকায় আনোয়ার হোসেন (৫৫) নামের এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে তার কাছে থাকা ‘২০০ ভরি স্বর্ণ এবং নগদ ১ লাখ টাকা’ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
কফিপোস্টের সর্বশেষ খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল অনুসরণ করুন।
© কফিপোস্ট ডট কম
অনলাইনে পড়তে স্ক্যান করুন