ঘরে তালা দিয়ে ওয়াজ মাহফিলে পরিবার, আগুনে পুড়ে মারা গেল ৫ বছরের শিশু

মোঃ মাসুদ রানা
প্রকাশঃ ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ৭:৩৯ এএম

কুড়িগ্রামের রাজারহাটে বসতঘরে আগুন লেগে আইরিন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনার সময় শিশুটি ঘরের ভেতরে তালাবদ্ধ অবস্থায় ছিল। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের পশ্চিম সুখদেব গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আইরিন ওই গ্রামের আল আমিনের মেয়ে।
ফায়ার সার্ভিস জানায়, গত রাতে শিশুটিকে ঘরে রেখে পরিবারের সদস্যরা পাশের এলাকায় ওয়াজ শুনতে যান। রাত সাড়ে ১১টার দিকে স্থানীয়রা ওই বাড়িতে আগুন লাগার খবর দেয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগে বাড়িতে পুড়ে যায়। এ সময় ঘরে থাকা শিশুটি পুড়ে মারা যায়।
রাজারহাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু তাহের বলেন, ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই চার কক্ষের টিনের ঘর ও রান্নাঘর সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় ঘরের ভেতর তালাবদ্ধ শিশু আইরিনও মারা যায়। তার মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
শিশুটির লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন রাজারহাট থানার ওসি তসলিম উদ্দিন।
কফিপোস্টের সর্বশেষ খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল অনুসরণ করুন।
© কফিপোস্ট ডট কম
অনলাইনে পড়তে স্ক্যান করুন