KOFIPOST

KOFIPOST

ভারতের বিহারের ঘটনাকে খুলনায় ভুট্টা ক্ষেতে হিন্দু মহিলাকে ধর্ষণ ও হত্যার মিথ্যা দাবিতে অপপ্রচার

ডেস্ক রিপোর্ট
অ+
অ-
ভারতের বিহারের ঘটনাকে খুলনায় ভুট্টা ক্ষেতে হিন্দু মহিলাকে ধর্ষণ ও হত্যার মিথ্যা দাবিতে অপপ্রচার

গতকাল (০৩ মার্চ) থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও এক্স (সাবেক টুইটার)-এ একটি ভিডিও ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে। এতে দাবি করা হয়েছে, “খুলনায় ভুট্টা ক্ষেতে একজন হিন্দু মহিলাকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করা হয়েছে।” কিছু পোস্টে লাশ উদ্ধারের তারিখ হিসেবে গতকাল (০৩ মার্চ) উল্লেখ করা হয়েছে।


প্রচারিত ভিডিওটিতে ভুট্টা ক্ষেতের মতো একটি জায়গায় একজন মহিলাকে গলা কাটা অবস্থায় দেখা যায়।


রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, প্রচারিত ভিডিওটি খুলনায় কোনো হিন্দু নারীকে ধর্ষণের পর হত্যার দৃশ্য নয়। বরং এটি ভারতের বিহার রাজ্যের একটি ভিডিও, যা ভুল তথ্য দিয়ে প্রচার করা হচ্ছে।


আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পরীক্ষা করে দেখা গেছে, এগুলোর সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ নেই। রিভার্স ইমেজ সার্চ করে ভিডিওটির একাধিক কি-ফ্রেম বিশ্লেষণ করলে ‘মুন্না সিংহানিয়া’ নামের একটি ভারতীয় ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ২৬ ফেব্রুয়ারি প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। এই ভিডিওটির সাথে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য রয়েছে।


ভিডিওটির ক্যাপশনে উল্লেখ করা হয়েছে, “জেলা মোতিহারি, ভুরকুরবা গ্রামের হত্যা (অনূদিত)”। এছাড়া, ফেসবুকে গত ২৬-২৭ ফেব্রুয়ারি একই তথ্যসম্বলিত ক্যাপশনসহ একাধিক পোস্ট পাওয়া গেছে।


মোতিহারি ভারতের বিহার রাজ্যের একটি শহর এবং পূর্ব চম্পারণ জেলার সদর দপ্তর। এটি বিহার রাজ্যের একটি গুরুত্বপূর্ণ স্থান।


খুলনায় সম্প্রতি এ ধরনের কোনো ঘটনা ঘটার সপক্ষে নির্ভরযোগ্য কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।


ভারতের বিহার রাজ্যের ভুট্টা ক্ষেত সদৃশ জায়গায় একজন মহিলাকে গলা কেটে হত্যার দৃশ্যকে খুলনায় হিন্দু নারীকে ধর্ষণের পর হত্যার দৃশ্য হিসেবে ভুল তথ্য দিয়ে প্রচার করা হয়েছে। এই দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

কফিপোস্টের সর্বশেষ খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল অনুসরণ করুন।

© কফিপোস্ট ডট কম

অনলাইনে পড়তে স্ক্যান করুন