ক্রিকেটে পাকিস্তান সমর্থন করায় ভারতে মুসলিম ব্যবসায়ী গ্রেপ্তার, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো দোকান

মোঃ আব্দুল আলিম
প্রকাশঃ ২৭ ফেব্রুয়ারী ২০২৫, ৬:২২ এএম

মহারাষ্ট্রের সিন্ধুদুর্গে এক মুসলিম ব্যবসায়ী ও তার পরিবারকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ চলাকালীন তিনি পাকিস্তান দলকে সমর্থন করেছিলেন। এ ঘটনায় স্থানীয় বিজেপি নেতার অভিযোগের ভিত্তিতে ব্যবসায়ী কিতাবউল্লাহ হামিদুল্লাহ খান (৩৮), তার স্ত্রী আয়েশা (৩৫) এবং ১৫ বছর বয়সী ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি, বুলডোজার দিয়ে তার দোকান গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
গত রোববার (২৬ ফেব্রুয়ারি) চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ চলাকালীন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা আউট হওয়ার পর কিতাবউল্লাহ "পাকিস্তান জিন্দাবাদ" স্লোগান দেন বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা তৈরি হলে স্থানীয় বিধায়ক নীলেশ রানের কাছে বিষয়টি জানানো হয়। এরপরই পুলিশ ও প্রশাসন ব্যবসায়ী ও তার পরিবারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।
গ্রেপ্তারের পাশাপাশি কিতাবউল্লাহর দোকান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। সিন্ধুদুর্গের বিজেপি বিধায়ক নীলেশ রান নিজেই সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ছবি ও ভিডিও শেয়ার করেছেন। তিনি মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী নারায়ণ রানের পুত্র।
সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস ও বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদন অনুযায়ী, কিতাবউল্লাহ হামিদুল্লাহ খান মহারাষ্ট্রের মালভান পৌরসভার বাসিন্দা এবং পুরোনো জিনিসপত্রের ব্যবসায়ী। তার বিরুদ্ধে ধর্মভিত্তিক গোষ্ঠীর মধ্যে শত্রুতা ছড়ানোসহ বিভিন্ন অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, গত নভেম্বরে ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল, কোনো ব্যক্তি অপরাধী হলেও তার সম্পত্তি বুলডোজার দিয়ে ভাঙার অধিকার পুলিশ বা প্রশাসনের নেই। তবে এই ঘটনায় আদালতের নির্দেশনা অমান্য করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো প্রশাসনের এই ধরনের পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে।
কফিপোস্টের সর্বশেষ খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল অনুসরণ করুন।
© কফিপোস্ট ডট কম
অনলাইনে পড়তে স্ক্যান করুন