KOFIPOST

KOFIPOST

নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ২৮ ফেব্রুয়ারি: সারজিস আলম

ডেস্ক রিপোর্ট
অ+
অ-
নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ২৮ ফেব্রুয়ারি: সারজিস আলম

আগামী ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার ) বিকেল ৩টায় মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনে থেকে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ হবে।


সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় রাজধানীর বাংলামোটরের রুপায়ন টাওয়ারের এক জরুরি সংবাদ সম্মেলন এ তথ্য জানান জাতীয় নাগরিক কমিটির মূখ্য সংগঠন সারজিস আলম।


তিনি বলেন, আগামী ২৮ ফেব্রুয়ারি দেশের ইতিহাসে নবদিগন্ত ও নব সূচনা শুরু হবে এই নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশের মাধ্যমে। এতে দেশের জনসাধারণের প্রতিফল থাকবে বলে আমরা মনে করি।


এ সময় জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আকতার হোসেন বলেন, নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশের আগে আমরা জনমত জরিপ ক্যাম্পেইন করেছি। সেখানে সারাদেশের দুই লাখ মানুষ পরামর্শ দিয়েছেন। এ সময় তিনি এসব জরিপের ফলাফল তুলে ধরেছেন।

কফিপোস্টের সর্বশেষ খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল অনুসরণ করুন।

© কফিপোস্ট ডট কম

অনলাইনে পড়তে স্ক্যান করুন