KOFIPOST

KOFIPOST

পাঁচ উইকেট হারিয়ে শান্তর ব্যাটে ভর করে শতক পার বাংলাদেশের

ডেস্ক রিপোর্ট
অ+
অ-
পাঁচ উইকেট হারিয়ে শান্তর ব্যাটে ভর করে শতক পার বাংলাদেশের

আগের ম্যাচে করেছিলেন ২৫, এবার ২৪। তানজিদ হাসান তামিম যেন তার ভালো শুরুটা কিছুতেই ধরে রাখতে পারছেন না। পারছেন না ইনিংস বড় করতে।


রাওয়ালপিন্ডিতে ব্যাটিং সহায়ক উইকেটে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংটয়ে পাঠিয়েছে নিউজিল্যান্ড। তানজিদ তামিমের সঙ্গে ওপেনিংয়ে নেমে যান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।


১৯ রানের ব্যবধানে দুই উইকেট হারালেও উইকেটের একপ্রান্ত আগলে আছেন শান্ত। শান্ত অপরাজিত আছেন ৪৯ রানে। আগের ম্যাচের শতক হাঁকানো তাওহীদ হৃদয় ফিরেছেন ২৪ বলে মাত্র ৭ রান করে।


নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হেরে এ ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। সেমি ফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে নিউজিল্যান্ডকে হারাতে হবে এ ম্যাচে।


এ রিপোর্ট লেখার সময় ২৬.১ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১১৮ রান।

কফিপোস্টের সর্বশেষ খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল অনুসরণ করুন।

© কফিপোস্ট ডট কম

অনলাইনে পড়তে স্ক্যান করুন