KOFIPOST

KOFIPOST

কবিতা

আফসোস হে মুসলিম - মেহজাবিন মুন

শিল্প-সাহিত্য  ডেস্ক
অ+
অ-
আফসোস হে মুসলিম - মেহজাবিন মুন
ছবি: প্রতীকী ছবি

আফসোস হে মুসলিম!

লেখাঃ মেহজাবিন মুন


ওহে মুসলিম, ওহে ওমর খালিদের জাতি?

এখনও কি ঘুম ভাঙ্গবে না?

একদিকে বোমায় পড়ছে শতশত লাশ,

আরেকদিকে তোমরা করছো উল্লাস!

কোথায় তোমাদের বীর সেনানী,

তোমরা কি ভুলে গেছো রাসুলের (সা:) সেই বাণী?

মুসলিমরা পরস্পর ভাই ভাই,

আজ তোমরা ইহুদি নাসারাদের দিচ্ছো বুকে ঠাঁই।

কোথায় এ যুগের ওমর, খালিদ, সালাউদ্দিন আইউবী,

ইসলাম(জিহাদ) কায়েম করা আজ সময়ের দাবী।

আজ নিজের ভাইবোন হচ্ছে গনহত্যার শিকার,

তাদের জমিনে আজ তারাই ছারখার।

ওহে মুসলিম কি জবাব দিবে তুমি বিচারের মাঠে?

এই সময় কি জান আর গদির ভয় করা খাটে?

নাকি ঈমান তোমাদের উঠে গেছে লাটে?

আহা আফসোস আর বেদনায় মন কাঁদছে,

নিজ জাতির লাশের গন্ধ আজ বাতাসে ভাসছে।

কিন্তু মুসলিম ব্যস্ত দুনিয়ার ভোগ বিলাসে,

ক্রিকেট, ফ্যাস্টিভ্যাল আর মদের পেয়ালার উল্লাসে।

ট্যাগস:

কবিতামেহজাবিন মুন

কফিপোস্টের সর্বশেষ খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল অনুসরণ করুন।

© কফিপোস্ট ডট কম

অনলাইনে পড়তে স্ক্যান করুন