KOFIPOST

KOFIPOST

ঢাবির হলে সিট না পাওয়া ছাত্রীরা মাসে পাবেন ৩ হাজার টাকা

ডেস্ক রিপোর্ট
অ+
অ-
ঢাবির হলে সিট না পাওয়া ছাত্রীরা মাসে পাবেন ৩ হাজার টাকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সব ছাত্রীকে হলে সিট দেওয়া সম্ভব হচ্ছে না তাদের প্রতিমাসে টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। রবিবার (৯ মার্চ) নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।


উপাচার্য বলেন, গত ৬ মাসে হলগুলো থেকে গণরুম প্রথা বিলুপ্ত করা হয়েছে। যেসব ছাত্রীকে হলে সিট দেওয়া সম্ভব হচ্ছে না, তাদের ন্যায্যতা ও চাহিদার ভিত্তিতে প্রতি মাসে ৩ হাজার টাকা দেওয়া হবে।


অধ্যাপক নিয়াজ আহমেদ খান আরও জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হয়রানিতে অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। হয়রানির ঘটনায় এরই মধ্যে আসিফ অর্ণবকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত চলছে বলেও জানান উপাচার্য।


উপাচার্য বলেন, ‘পুলিশের সাথে আমরা পূর্ণ সহযোগিতা করছি মামলার জন্য। এটা আমাদের নিয়মিত যোগাযোগ আছে। এ বিষয়ে আমাদের অবস্থান খুব পরিস্কার। ব্যক্তি এবং প্রতিষ্ঠান উভয় পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছে আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে যতটুকু করণীয় নারীর প্রতি সহিংসতার বিষয়ে আমরা পূর্ণ পদক্ষেপ নেব।’


জুলাই গণঅভ্যুত্থানের মর্যাদা রক্ষায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে 'জুলাই গণঅভ্যুত্থান কর্নার' এবং জুলাই স্মৃতি সংগ্রহশালা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।


ক্যাম্পাস নিরাপদ রাখতে রোজার পর যানবাহন চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি ভবঘুরে উচ্ছেদে অভিযান চালানোর কথা জানান উপাচার্য।

ট্যাগস:

ঢাবিঢাকা বিশ্ববিদ্যালয়

কফিপোস্টের সর্বশেষ খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল অনুসরণ করুন।

© কফিপোস্ট ডট কম

অনলাইনে পড়তে স্ক্যান করুন