টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট
প্রকাশঃ ২৬ ফেব্রুয়ারী ২০২৫, ৫:২২ এএম

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে এক যুবকের (২৫) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে টঙ্গীর স্টেশন রোডের ১০ তলার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, গাজীপুর মহানগরীর টঙ্গী এলাকায় সাম্প্রতিক সময়ে ছিনতাইকারীদের দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে। প্রায়ই সড়ক-মহাসড়কে চলাচলের সময় পথচারীরা ছিনতাইকারীর কবলে পড়েন। এ কারণে লোকজন একা চলাচল না করে কয়েকজন মিলে চলাচল করেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টঙ্গীর স্টেশন রোড এলাকায় এক পথচারীর মুঠোফোন ছিনতাই করে পালানোর চেষ্টা করেন ঐ যুবক। এ সময় আশপাশের লোকজন যুবককে ধরে ফেলেন। পরে তাকে স্টেশন রোড সংলগ্ন বালুর মাঠ এলাকায় নিয়ে গণপিটুনি দেওয়া হলে রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।
খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) এহতেশাম জানান, নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি পথশিশু।
টঙ্গী পূর্ব থানা ওসি ফরিদুল ইসলাম জানিয়েছে, লাশ থানায় আনা হয়েছে। তার পরিচয় কি এবং বাকি আনুষঙ্গিক বিষয়গুলো তদন্ত করা হচ্ছে।
কফিপোস্টের সর্বশেষ খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল অনুসরণ করুন।
© কফিপোস্ট ডট কম
অনলাইনে পড়তে স্ক্যান করুন