KOFIPOST

KOFIPOST

বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে ছোট বোনের মৃত্যু, পাশাপাশি দাফন

ডেস্ক রিপোর্ট
অ+
অ-
বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে ছোট বোনের মৃত্যু, পাশাপাশি দাফন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বড় ভাই মো. সিদ্দিক হোসেনের (৬৫) মৃত্যুর খবর শুনে ছোট বোন ফিরোজা বেগম (৬২) মারা গেছেন। রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।


এর আগে শনিবার (২২ ফেব্রুয়ারি) পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুইজন উপজেলার হোসেন্দী ইউনিয়নের হোসেন্দী পশ্চিমপাড়া গ্রামের মরহুম মীর হোসেনের সন্তান। ফিরোজা বেগম দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন


জানা গেছে, শনিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন সিদ্দিক হোসেন। তাকে চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তিনি মারা যান। মরদেহ বাড়িতে আনার পর ভাইয়ের মৃত্যুর খবর দেওয়া হয় ছোট বোন ফিরোজা বেগমকে। এর কিছু সময় পর তিনিও মারা যান।


সিদ্দিক হোসেনের ছেলে আবু রোমান আশিক বলেন, ‘আমার বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। বাবার মৃত্যুর সংবাদ শুনে আমার ফুফুও মারা গেছেন। আমার আব্বা এবং ফুফুর জন্য দোয়া করবেন।’


এ বিষয়ে পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও হোসেন্দী ইউপি প্যানেল চেয়ারম্যান মো. সুরুজ মিয়া বলেন, ‘আজকে আমার এলাকায় এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। এমন ঘটনা পত্রপত্রিকায় পড়েছি, আজ আমাদের ইউনিয়নে ঘটেছে। বড় ভাইয়ের মৃত্যুর খবর সইতে না পেরে ছোট বোনও মারা গেছেন। ভাই-বোনের একসঙ্গে মৃত্যুর বিষয়টি আমাদের জন্য সত্যিই দুঃখজনক। সবাই উনাদের জন্য দোয়া করবেন।’

ট্যাগস:

মৃত্যুকিশোরগঞ্জঢাকা

কফিপোস্টের সর্বশেষ খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল অনুসরণ করুন।

© কফিপোস্ট ডট কম

অনলাইনে পড়তে স্ক্যান করুন