লালমনিরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২

মোঃ আব্দুল আলিম
প্রকাশঃ ২৭ ফেব্রুয়ারী ২০২৫, ২:২২ পিএম

লালমনিরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা কামরুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার লালমনিরহাটের পুলিশ সুপার তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। গতকাল বুধবার রাজধানীর খিলক্ষেত নিকুঞ্জ ও ধানমন্ডি থেকে শ্যামল ও কামরুলকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরে তাদের লালমনিরহাটে নিয়ে আসা হয়। গ্রেপ্তারকৃত আবু বক্কর সিদ্দিক শ্যামল লালমনিরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। অপর গ্রেপ্তারকৃত কামরুল হাসান পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের আঙ্গোরপোতা গ্রামের ফজলুল হকের ছেলে। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য। লালমনিরহাট পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, আবু বক্কর সিদ্দিক শ্যামলের বিরুদ্ধে রংপুর কোতোয়ালি ও হাতীবান্ধা থানায় বিভিন্ন অভিযোগে মামলা ও সাধারণ ডায়েরি (জিডি) রয়েছে। তার ঘনিষ্ঠ সহযোগী কামরুল হাসানের বিরুদ্ধেও হাতীবান্ধা থানায় একটি মামলা এবং পাটগ্রাম থানায় তিনটি ভয়ভীতি প্রদর্শনের জিডি রয়েছে। তারা দুজনই পলাতক ছিলেন। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
কফিপোস্টের সর্বশেষ খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল অনুসরণ করুন।
© কফিপোস্ট ডট কম
অনলাইনে পড়তে স্ক্যান করুন