KOFIPOST

KOFIPOST

বিএনপি নেতার নেতৃত্বে সরকারি পুকুরের মাছ চুরি, গ্রেফতার ৮

ডেস্ক রিপোর্ট
অ+
অ-
বিএনপি নেতার নেতৃত্বে সরকারি পুকুরের মাছ চুরি, গ্রেফতার ৮

পাবনার সাঁথিয়ায় উপজেলা পরিষদের দক্ষিণ পাশের সরকারি পুকুর থেকে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আশরাফ আলীর নেতৃত্বে শুক্রবার ভোররাতে মাছ চুরি করার সময় ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।


মামলা ও এলাকাবাসী সুত্রে জানা যায়, সাঁথিয়া উপজেলা পরিষদ এর দক্ষিণ পাশে একটি সরকারি পুকুর আছে। পুকুরটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিয়ন্ত্রণে রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির মাছের চাষ করা হয়। উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আশরাফ আলীর নেতৃত্বে শুক্রবার ভোররাতে মাছ চুরি করার সময় ৮ জনকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ এবং সে সময় ২ জন পালিয়ে যায়।


মাছ চোরেরা হলেন কোনাবাড়ীয়া গ্রামের উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আশরাফ আলী, কোনাবাড়ীয়া গ্রামের মোহাম্মদ ইমরান শেখ ওরফে শিশির, নন্দনপুর কৃষ্ণপুর গ্রামের শাকিল ও শওকত, নন্দনপুরের সাইফুল ইসলাম, নন্দনপুর দাসপাড়া গ্রামের সোহেল রানা, স্বরপ গ্রামের এমদাদুল হক ও মিজানুর রহমান, নন্দনপুর বাজার পাড়ার শ্রী বসু হালদার, কোনাবাড়ীয়া গ্রামের মাসুদ রানা রাজু।


সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, ৮ জন মাছ চোরকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে আর ২ জনকে গ্রেফতার চেষ্টা করা হচ্ছে।

ট্যাগস:

পাবনারাজশাহীচুরিগ্রেফতারঅপরাধবিএনপি

কফিপোস্টের সর্বশেষ খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল অনুসরণ করুন।

© কফিপোস্ট ডট কম

অনলাইনে পড়তে স্ক্যান করুন