ব্রাহ্মণবাড়িয়ায় ৯০০ পিস ইয়াবাসহ আ.লীগ নেতা গ্রেপ্তার

মোঃ সুমন মিয়া
প্রকাশঃ ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৪৪ এএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইয়াবাসহ মো. নাছির উল্লাহ ভূইয়া নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার মো. নাছির উল্লাহ ভূইয়া আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উত্তর মিনারকোট গ্রামের মৃত হাসমত আলী ভুঁইয়ার ছেলে।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, থানার এসআই আশিষের নেতৃত্বে পুলিশের একটি টিম শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোগড়া উচ্চ বিদ্যালয়ের সামনের পাকা সড়ক থেকে নাছির উল্লাহ ভূইয়াকে আটক করে। এসময় তার কাছ থেকে ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মো. ছমিরউদ্দিন বলেন, গ্রেপ্তারকৃত নাছির উল্লাহ ভূইয়ার বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
কফিপোস্টের সর্বশেষ খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল অনুসরণ করুন।
© কফিপোস্ট ডট কম
অনলাইনে পড়তে স্ক্যান করুন