রামপুরায় ব্যবসায়ীকে গুলি করে লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেপ্তার ৬

মোঃ আব্দুল আলিম
প্রকাশঃ ৮ মার্চ ২০২৫, ৮:০৮ এএম

রাজধানীর রামপুরা বনশ্রীতে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ডাকাতির ঘটনায় গোয়েন্দা পুলিশ (ডিবি) ৬ জনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় লুটকৃত স্বর্ণালঙ্কার ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর সোয়া ১২টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী ডিএমপি মিডিয়া সেন্টারে এ বিষয়ে বিস্তারিত ব্রিফিং করবেন। ডিএমপি’র ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত রোববার রাত সাড়ে ১০টার দিকে রামপুরা বনশ্রী ডি ব্লকের ৭ নম্বর রোডের ২০ নম্বর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। ওই এলাকায় আনোয়ার হোসেন (৪৩) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে দুর্বৃত্তরা। এ সময় তার কাছ থেকে প্রায় ২০০ ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকা ছিনিয়ে নেয় তারা। ঘটনার সময় পাশের ভবন থেকে একাধিক বাসিন্দা মোবাইলে ছিনতাই ও গুলির দৃশ্য ধারণ করেন, যা রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
ভিডিও ফুটেজে দেখা যায়, তিনজন মোটরসাইকেল থেকে নেমে আনোয়ার হোসেনের কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। আনোয়ার ব্যাগ ছাড়তে না চাইলে ধস্তাধস্তির এক পর্যায়ে তাকে গুলি করা হয়। পরে দুর্বৃত্তরা ব্যাগ ছিনিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়।
আনোয়ারের স্বজনরা জানান, তার ব্যাগে ২০০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ এক লাখ টাকা ছিল। তাদের ধারণা, দোকান থেকেই দুর্বৃত্তরা তাকে অনুসরণ করে এবং বাসার সামনে পৌঁছামাত্রই স্বর্ণ ও টাকা ছিনিয়ে নেয়।
রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) মশিউল আলম জানান, গুলিবিদ্ধ আনোয়ারকে প্রথমে বনশ্রীর ফরাজী হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনাস্থল থেকে গুলির খোসাও উদ্ধার করা হয়েছে।
আনোয়ারের বন্ধু মজিবুর রহমান জানান, বনশ্রী সি ব্লকের ৫ নম্বর সড়কে ‘অলংকার জুয়েলার্স’ নামে আনোয়ারের একটি জুয়েলারির দোকান রয়েছে। প্রায় ১৫ বছর ধরে তিনি স্বর্ণের ব্যবসা করছেন। আনোয়ার বনশ্রী ডি ব্লকের ৭ নম্বর রোডের ২০ নম্বর বাড়িতে পরিবার নিয়ে বসবাস করেন। তিনি প্রতিদিনের মতো রোববার রাতেও দোকানে থাকা ২০০ ভরি স্বর্ণের গহনা ব্যাগে নিয়ে হেঁটে বাসায় ফিরছিলেন। ভবনের গেটের কাছে পৌঁছালে তিনটি মোটরসাইকেল তাকে ঘিরে ধরে। তাকে কুপিয়ে ও গুলি করে স্বর্ণের ব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। এ সময় তার শরীরে চারটি গুলি ও ছয় স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া যায়। বর্তমানে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।
কফিপোস্টের সর্বশেষ খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল অনুসরণ করুন।
© কফিপোস্ট ডট কম
অনলাইনে পড়তে স্ক্যান করুন