KOFIPOST

KOFIPOST

টিসিবির কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, নিহত ১

ডেস্ক রিপোর্ট
অ+
অ-
টিসিবির কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, নিহত ১

চুয়াডাঙ্গা সদরের তিতুদহ ইউনিয়ন বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় রফিকুল ইসলাম রফিক নামের বিএনপির সাবেক এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছেন। এ ঘটনায় তার ভাই শফিকুল ইসলামসহ আরও চারজন আহত হন।


আহতদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এরমধ্যে শফিকুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন।


শনিবার (৮ মার্চ) বেলা ১১টার দিকে তিতুদহ বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।


নিহত রকিফুল ইসলাম রফিক চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক।


আহতরা হলেন—চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ গ্রামের মাঝেরপাড়ার মৃত. রহিম মল্লিকের ছেলে এবং নিহত রফিকুল ইসলামের আপন বড় ভাই শফিকুল ইসলাম (৫০), একই গ্রামের কামারপাড়ার মৃত. জহুরুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম (৫০), মৃত. আবু বক্করের ছেলে আব্দুল আলিম (৫৫) ও একই ইউনিয়নের হুলিয়ামারি গ্রামের মৃত. শরবত মণ্ডলের ছেলে আইনাল হক (৫০)।


পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, তিতুদহ ইউনিয়ন পরিষদের টিসিবির কার্ড ভাগাভাগি নিয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি মিলন গ্রুপ ও সাংগঠনিক সম্পাদক রফিক গ্রুপের মধ্যে বেশ কিছুদিন যাবত বিরোধ চলে আসছিল। এরমধ্যে উভয়পক্ষের ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনাও ঘটে। এরই জেরে শনিবার বেলা ১১টার দিকে ইউনিয়ন পরিষদের সামনে বিএনপির দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করে। এতে উভয়পক্ষ ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ধারালো অস্ত্রের এলোপাতাড়ি কোপে ঘটনাস্থলে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিক নিহত হন। আহত হন আরও চারজন।


চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাস বলেন, টিসিবির কার্ড বন্টন নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এরপর সংঘর্ষে ঘটনাস্থলেই রফিক নামের একজন মারা যান। কয়েকজন আহত হয়েছেন। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস:

টিসিবি কার্ডখুলনাচুয়াডাঙ্গাবিএনপি

কফিপোস্টের সর্বশেষ খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল অনুসরণ করুন।

© কফিপোস্ট ডট কম

অনলাইনে পড়তে স্ক্যান করুন