KOFIPOST

KOFIPOST

তহবিল সংকটে রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য রেশন অর্ধেকে নামছে: ডব্লিওএফপি

ডেস্ক রিপোর্ট
অ+
অ-
তহবিল সংকটে রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য রেশন অর্ধেকে নামছে: ডব্লিওএফপি

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) ঘোষণা দিয়েছে যে জরুরি তহবিলের অভাবে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য রেশন কমিয়ে আনা হবে। বর্তমানে একজন রোহিঙ্গা মাসে ১২.৫০ ডলার মূল্যের খাদ্য সহায়তা পান, যা কমিয়ে ৬ ডলারে আনা হবে।


শুক্রবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে WFP জানায়, রোহিঙ্গাদের জন্য পূর্ণ রেশন চালিয়ে যেতে এপ্রিলে ১৫ মিলিয়ন ডলার এবং বছরের শেষ পর্যন্ত মোট ৮১ মিলিয়ন ডলার প্রয়োজন। সংস্থাটি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জরুরি ভিত্তিতে তহবিল সহায়তার আহ্বান জানিয়েছে।


WFP-এর কান্ট্রি ডিরেক্টর ডম স্ক্যালপেল্লি বলেন, "রোহিঙ্গা শরণার্থীরা মানবিক সহায়তার ওপর সম্পূর্ণ নির্ভরশীল। রেশন কমে গেলে তারা আরও কঠিন পরিস্থিতির মুখে পড়বে।"


বর্তমানে রোহিঙ্গারা নির্ধারিত দোকান থেকে ডিজিটাল ভাউচারের মাধ্যমে খাবার সংগ্রহ করেন। তবে তহবিল সংকটের কারণে ২০২৩ সালেও রেশন কমানো হয়েছিল, যার ফলে অনেক শরণার্থীর পুষ্টির অবস্থা খারাপ হয়েছে। কর্মসংস্থানের সুযোগ সীমিত হওয়ায় খাদ্য সহায়তা কমে গেলে রোহিঙ্গারা আরও সংকটে পড়বেন বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।


WFP-এর মতে, রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। সংস্থাটি বলেছে, তহবিলের অভাবে শরণার্থীদের জীবনযাত্রা আরও কঠিন হয়ে উঠবে এবং তাদের পুষ্টি ও স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে।


২০১৭ সালে মিয়ানমারে সেনাবাহিনীর দমনপীড়নের পর প্রায় ১০ লাখ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয় নেয়। বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলো তাদের মানবিক সহায়তা দিয়ে আসছে। তবে তহবিল সংকটের কারণে এই সহায়তা কমে যাওয়ায় রোহিঙ্গা শরণার্থীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

ট্যাগস:

ডব্লিওএফপিবিশ্ব খাদ্য কর্মসূচিজাতিসংঘরোহিঙ্গা

কফিপোস্টের সর্বশেষ খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল অনুসরণ করুন।

© কফিপোস্ট ডট কম

অনলাইনে পড়তে স্ক্যান করুন