আমার যে চাহিদার তালিকা রয়েছে, সেগুলো মিলে গেলেই বিয়ে করে নেব: সুস্মিতা সেন

ডেস্ক রিপোর্ট
প্রকাশঃ ২৬ ফেব্রুয়ারী ২০২৫, ১১:১০ এএম

অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেন মাত্র ১৮ বছর বয়সেই বলিউডে খ্যাতির শীর্ষে পৌঁছেছিলেন। তার খ্যাতি শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং আন্তর্জাতিক স্তরে ছড়িয়ে পড়েছিল। ১৯৯৪ সালে, মাত্র ১৮ বছর বয়সে, তিনি ফেমিনা মিস ইন্ডিয়া খেতাব অর্জন করেন, এরপর একই বছর মিস ইউনিভার্সের মুকুটও জেতেন।
সুস্মিতা সেনই প্রথম বাঙালি এবং প্রথম ভারতীয় হিসেবে মিস ইউনিভার্সের খেতাব লাভ করেন। যদিও তিনি এখনো সিঙ্গেল, তবে বিয়ের বিষয়ে তার দৃষ্টিভঙ্গি একেবারে ভিন্ন। তিনি মনে করেন, বয়স কোনো বাধা নয়, বরং সঠিক মানুষটি খুঁজে পাওয়াই গুরুত্বপূর্ণ।
তার ব্যক্তিগত জীবন প্রায়শই মিডিয়ার আলোচনার কেন্দ্রবিন্দু। কখনো রণদীপ হুডা, কখনো মুম্বাইয়ের রেস্তোরাঁ মালিক হৃতিক ভাসিন, কখনো পরিচালক বিক্রম ভাট, কখনো ললিত মোদি, আবার কখনো বয়সে অনেক ছোট রোহমান শলের সঙ্গে তার নাম জড়িয়েছে। তবে সুস্মিতা কখনোই তার সম্পর্ক নিয়ে গোপনীয়তায় বিশ্বাসী নন।
সুস্মিতার বয়স এখন পঞ্চাশের কাছাকাছি, তবে তার পরিবার জীবনের যে চিত্র, তা একেবারেই ভিন্ন। তিনি বিয়ে না করেও দুই সন্তানকে দত্তক নিয়েছেন এবং তাদের সঙ্গে সুখী জীবন কাটাচ্ছেন। গত বছর থেকে সাবেক প্রেমিক রোহমান শলকে তার সঙ্গে প্রায়ই দেখা যাচ্ছে, যা নতুন প্রশ্ন তৈরি করেছে— তারা কি আবার সম্পর্ক শুরু করেছেন? ভবিষ্যতে কি বিয়ে করবেন সুস্মিতা? যদিও বিয়ে করার ইচ্ছা রয়েছে তার বলে জানিয়েছেন অভিনেত্রী।
বিয়ে নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে সুস্মিতা জানান, তিনি বিয়ে করতে চান, তবে তার জন্য সেই ব্যক্তিটি খুঁজে বের করতে হবে, যার সঙ্গে মনের বন্ধন তৈরি হবে। তার কথায়, "যেদিন এমন কোনো পুরুষ আসবে, যাকে দেখে মনে হবে, একেই বিয়ে করা যায়, সেদিন বিয়ে করব; অথবা আমার যে চাহিদার তালিকা রয়েছে, সেগুলো মিলে গেলেই বিয়ে করে নেব। তার আগে এই বেশ ভালো আছি।"
ট্যাগস:
বলিউডকফিপোস্টের সর্বশেষ খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল অনুসরণ করুন।
© কফিপোস্ট ডট কম
অনলাইনে পড়তে স্ক্যান করুন