KOFIPOST

KOFIPOST

হৃদয় খানের আবারও বিচ্ছেদ- হুমায়রার সঙ্গে সম্পর্কের ইতি

মোঃ আব্দুল  আলিম
অ+
অ-
হৃদয় খানের আবারও বিচ্ছেদ- হুমায়রার সঙ্গে সম্পর্কের ইতি

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খান ব্যক্তিজীবন নিয়ে আবারও আলোচনায়। এবার তার তৃতীয় বিয়েও বিচ্ছেদে গড়িয়েছে। হুমায়রা নামের তার স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে চলা সংসার ভেঙে গেছে বলে জানা গেছে। হৃদয় খানের পারিবারিক সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। হৃদয় খানের বিয়েগুলো সবসময়ই গণমাধ্যম ও ভক্তদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। ২০১০ সালে পূর্ণিমা আকতারের সঙ্গে প্রথম বিয়ের মাধ্যমে তার বিয়ের জীবন শুরু হয়। কিন্তু মাত্র ছয় মাস পরেই সেই সম্পর্ক ভেঙে যায়। এরপর ২০১৪ সালের ১ আগস্ট জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সুজানা জাফরকে বিয়ে করেন তিনি। তবে এই বিয়েও বেশি দিন টেকে না। ২০১৫ সালের ৬ এপ্রিল তাদের বিচ্ছেদ ঘটে। ২০১৭ সালের ১০ সেপ্টেম্বর হৃদয় খান তৃতীয় বারের মতো বিয়ে করেন। এবার তার সঙ্গী ছিলেন হুমায়রা। পারিবারিক আয়োজনে অনুষ্ঠিত এই বিয়েটিও বেশ হইচই ফেলে দিয়েছিল। কিন্তু এবারও হৃদয় খানের সংসার টিকল না। হুমায়রা হৃদয়ের আচরণ ও জীবনযাপনে অতিষ্ঠ হয়ে তাকে ডিভোর্স দিয়েছেন বলে জানা গেছে। হৃদয় খানের পারিবারিক সূত্রে জানা গেছে, হুমায়রা বেশ কিছুদিন আগেই হৃদয়কে ডিভোর্স লেটার পাঠিয়েছেন। তবে হৃদয় ও তার পরিবার বিষয়টি গোপন রেখেছিলেন। হৃদয় খানের আচরণ ও জীবনযাপন নিয়ে হুমায়রার অসন্তোষই এই বিচ্ছেদের মূল কারণ বলে জানা গেছে। এ বিষয়ে হৃদয় খানের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, "বিষয়টি খুবই সেনসেটিভ। এ জন্য আপাতত এ নিয়ে কোনো কথা বলতে চাই না। তবে অন্য কোনো কথা থাকলে বলুন।" অন্যদিকে, হৃদয় খানের বাবা ও বিশিষ্ট সংগীত পরিচালক রিপন খান এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি বলেন, "এ ব্যাপারে কোনো কথা বলতে চাই না আমি। হৃদয়ের সঙ্গেও বিষয়টি নিয়ে আমার কোনো আলোচনা হয়নি। এ নিয়ে কথা বলতে ইচ্ছুক নই।" হৃদয় খানের ব্যক্তিজীবন বারবারই গণমাধ্যমের শিরোনাম হয়েছে। তার বিয়েগুলো এবং বিচ্ছেদের ঘটনাগুলো সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। এবারও হুমায়রার সঙ্গে বিচ্ছেদের খবর তার ভক্ত ও অনুসারীদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। হৃদয় খানের ভবিষ্যৎ পরিকল্পনা এবং ব্যক্তিজীবন নিয়ে এখন সবাই উৎসুক। তবে আপাতত তিনি এই সেনসেটিভ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি নন।

ট্যাগস:

বিচ্ছেদ সংগীত শিল্পী

কফিপোস্টের সর্বশেষ খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল অনুসরণ করুন।

© কফিপোস্ট ডট কম

অনলাইনে পড়তে স্ক্যান করুন