KOFIPOST

KOFIPOST

আল জাজিরার ভুয়া সূত্রে অন্তর্বর্তীকালীন সরকারকে পদত্যাগপত্র জমার নির্দেশের ভুয়া দাবি

ডেস্ক রিপোর্ট
অ+
অ-
আল জাজিরার ভুয়া সূত্রে অন্তর্বর্তীকালীন সরকারকে পদত্যাগপত্র জমার নির্দেশের ভুয়া দাবি

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গুজব ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যাতে দাবি করা হয়েছে যে জাতিসংঘ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে ৭ দিনের মধ্যে পদত্যাগপত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। এই গুজবে আরও বলা হয়েছে, যদি সরকার পদত্যাগপত্র জমা না দেয়, তবে জাতিসংঘ বাংলাদেশের সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা আরোপ করবে। এছাড়াও, গুজবে উল্লেখ করা হয়েছে যে ভারত, রাশিয়া ও চীন এই বিষয়ে জাতিসংঘের সাথে সমন্বয় করে ফেলেছে এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা করা হচ্ছে।


তবে, রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে এই দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি। আল জাজিরা নামক কাতার ভিত্তিক গণমাধ্যম এই বিষয়ে কোনো সংবাদ প্রকাশ করেনি। এছাড়াও, জাতিসংঘের পক্ষ থেকে এমন কোনো নির্দেশনা দেওয়া হয়নি বলে নিশ্চিত করা হয়েছে।


রিউমর স্ক্যানার টিমের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে চীন, রাশিয়া ও ভারত অন্তর্বর্তীকালীন সরকারের বিরোধিতা করেনি। বরং, এই দেশগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছে। বিশেষ করে, ড. ইউনূসকে চীন ও ভারত অভিনন্দন জানিয়েছে। এছাড়াও, গত ১৩ মার্চ জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশে চারদিনের সফরে এসেছিলেন, যা এই গুজবের বিপরীত প্রমাণ করে।

ট্যাগস:

অন্তর্বর্তীকালীন সরকারপদত্যাগ

কফিপোস্টের সর্বশেষ খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল অনুসরণ করুন।

© কফিপোস্ট ডট কম

অনলাইনে পড়তে স্ক্যান করুন