KOFIPOST

KOFIPOST

ভারতের বিহারের ডাকাতির ঘটনার ভিডিওকে বাংলাদেশের বলে প্রচার আ’লীগদের

মোঃ মাসুদ রানা
অ+
অ-
ভারতের বিহারের ডাকাতির ঘটনার ভিডিওকে বাংলাদেশের বলে প্রচার আ’লীগদের

সম্প্রতি, অস্ত্র হতে মুখোশধারী কয়েকজন দুষ্কৃতিকারীর পেট্রোল পাম্প এলাকায় ডাকাতির একটি ভিডিও বাংলাদেশের ঘটনা বলে প্রচারিত হয়েছে। ভিডিওটি সামাজিক মাধ্যমে “প্রকাশ্যে অস্ত্র হাতে। দেখেন অবৈধ দখলদার সরকারের মদদপুষ্ট তথাকথিত ছাত্র-জনতা নামধারী ডেভিলদের! এই দেশে দিনে রাতে এখন কেউ নিরাপদ নয়!” শিরোনামে প্রচার করা হয়েছে।


রিউমর স্ক্যানার অনুসন্ধানের এক প্রতিবেদনে জানা গেছে, প্রচারিত ভিডিওটি বাংলাদেশের কোনো ঘটনার নয় বরং এটি ভারতের বিহারের অস্ত্র হাতে ডাকাতির একটি ঘটনার ভিডিও। ভিডিওটি নিয়ে অনুসন্ধানে Hate Detector নামের একটি এক্স অ্যাকাউন্টের গত ৭ ফেব্রুয়ারির একটি পোস্টে একই ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে এই ঘটনার ভিন্ন কোণের আরো একটি সিসিটিভি ফুটেজ পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশনে এটিকে ভারতের বিহারের বলে উল্লেখ করা হয়।


এছাড়াও এই ঘটনার একটি ভিডিও ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিতে খুঁজে পাওয়া যায়। যেখানে এনডিটিভি নিশ্চিত করে, ভিডিওটি বিহারের। ভারতীয় আরেক সংবাদমাধ্যম Free Press Journal এর একটি প্রতিবেদন অনুসারে, গত ৫ ফেব্রুয়ারি ভারতের বিহারের সাহারসার বৈজনাথপুর থানার অন্তর্গত টিরি এলাকার পূজা পেট্রোল পাম্প এলাকায় ঘটনাটি ঘটেছে। চারজন সশস্ত্র দুষ্কৃতিকারী বন্দুক দিয়ে গুলি করার ভয় দেখিয়ে ₹২১,০০০ লুট করে দ্রুত পালিয়ে যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।


রিউমর স্ক্যানার

ট্যাগস:

ফ্যাক্টচেকআওয়ামী লীগ

কফিপোস্টের সর্বশেষ খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল অনুসরণ করুন।

© কফিপোস্ট ডট কম

অনলাইনে পড়তে স্ক্যান করুন