KOFIPOST

KOFIPOST

জাতীয় দলের ফুটবলার মোরছালিনের বিরুদ্ধে যৌতুকের মামলা

ডেস্ক রিপোর্ট
অ+
অ-
জাতীয় দলের ফুটবলার মোরছালিনের বিরুদ্ধে যৌতুকের মামলা

জাতীয় ফুটবল দলের খেলোয়াড় শেখ মোরছালিনের বিরুদ্ধে যৌতুক দাবির অভিযোগে মামলা করা হয়েছে। আজ বুধবার ঢাকার প্রধান বিচারিক হাকিম আদালতে এই মামলা দায়ের করেন তাঁর স্ত্রী সেঁজুতি বিনতে সোহেল। বিষয়টি আজকের পত্রিকা-এর প্রতিবেদনে উঠে এসেছে।


প্রতিবেদনে বলা হয়েছে, আদালত বাদী সেঁজুতির জবানবন্দি গ্রহণ করে অভিযোগ আমলে নিয়েছেন এবং মোরছালিনকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করার নির্দেশ দিয়েছেন। তবে কবে তাকে আদালতে হাজির হতে হবে, সে তারিখ এখনো জানা যায়নি।


যৌতুক দাবির অভিযোগ

প্রতিবেদন অনুসারে, শেখ মোরছালিন ও সেঁজুতির প্রেমের পরিণতি ছিল বিয়ে। তবে বিয়ের পর থেকেই মোরছালিন স্ত্রীর সঙ্গে দূরত্ব তৈরি করেন এবং ব্যক্তিগত গাড়ি কেনার জন্য ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন। এমনকি যৌতুক না দিলে সংসার করবেন না বলেও হুমকি দেন।


সেঁজুতি বিনতে সোহেল বলেন, “ভালোবাসার ভিত্তিতেই আমাদের বিয়ে হয়েছিল। কিন্তু বিয়ের পর মোরছালিনের আচরণ পরিবর্তন হতে থাকে। তিনি যৌতুক দাবি করছেন, তাই বাধ্য হয়ে আমি মামলা করেছি। তবে আমি সংসার করতে চাই।”


মামলার এজাহারে বলা হয়েছে, ২০২৪ সালের ২৯ নভেম্বর শেখ মোরছালিন ও সেঁজুতি বিনতে সোহেলের বিয়ে হয়। কিন্তু কিছুদিনের মধ্যেই মোরছালিন ২০ লাখ টাকা যৌতুকের জন্য চাপ দিতে থাকেন। তিনি সেঁজুতিকে বারবার মানসিক চাপ দিয়ে বলেন, তাঁর পিতা যেন সমস্ত সম্পত্তি বিক্রি করে নগদ টাকা তাকে দেন।


সেঁজুতি জানান, তিনি অনুরোধ করে বুঝানোর চেষ্টা করেন যে, তাঁর পিতা-মাতা ইতোমধ্যে বিয়েতে যথাসাধ্য খরচ করেছেন। তাদের শেষ সম্বলটুকু বিক্রি করলে পথে বসতে হবে। কিন্তু মোরছালিন এতে কর্ণপাত না করে মানসিক ও শারীরিক নির্যাতন বাড়িয়ে দেন।


ঘটনার বিবরণ

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১০ ডিসেম্বর রাত ১০টার দিকে মোরছালিন তাঁর স্ত্রীর বাসায় আসেন। সেঁজুতি তখন তাঁর জন্য খাবারের ব্যবস্থা করতে গেলে মোরছালিন বলেন, “আমি খাবার খেতে আসিনি, ২০ লাখ টাকা নিতে এসেছি।”


এ সময় সেঁজুতির পিতা-মাতা মোরছালিনকে বুঝানোর চেষ্টা করেন যে, তারা এতো বড় অঙ্কের টাকা দিতে সক্ষম নন। কিন্তু এতে ক্ষুব্ধ হয়ে মোরছালিন স্ত্রী ও শ্বশুর-শাশুড়িকে গালিগালাজ ও হুমকি দিতে থাকেন।


মামলায় আরও উল্লেখ করা হয়, শেখ মোরছালিন যৌতুক চেয়ে এবং মানসিকভাবে নির্যাতন করে যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় অপরাধ করেছেন।


মোরছালিনের অতীত বিতর্ক

উল্লেখ্য, গত বছর মাদক কেলেঙ্কারিতে জড়িত থাকার কারণে ফুটবল থেকে নিষিদ্ধ হয়েছিলেন শেখ মোরছালিন। এরপর পরিবারের কাউকে না জানিয়ে সেঁজুতিকে বিয়ে করেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি করে।

ট্যাগস:

যৌতুকফুটবলমামলা

কফিপোস্টের সর্বশেষ খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল অনুসরণ করুন।

© কফিপোস্ট ডট কম

অনলাইনে পড়তে স্ক্যান করুন