KOFIPOST

KOFIPOST

দক্ষিণ আফ্রিকায় নিজেকে সমকামী ঘোষণা করা ইমামকে প্রকাশ্যে গুলি করে হত্যা

মোঃ মাসুদ রানা
অ+
অ-
দক্ষিণ আফ্রিকায় নিজেকে সমকামী ঘোষণা করা ইমামকে প্রকাশ্যে গুলি করে হত্যা
নিহত সমকামী ইমাম মুহসিন হেনড্রিকস: ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় জিকেবেরহা শহরে সমকামী ইমাম মুহসিন হেনড্রিকসকে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার এ ঘটনা ঘটে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়, মুহসিন হেনড্রিকসই বিশ্বের প্রথম ইমাম যিনি প্রকাশ্যে সমকামিতায় জড়িত থাকার কথা স্বীকার করেন। ১৯৯৬ সালে নিজেকে সমকামী বলে ঘোষণা দেন মুহসিন। তাঁর জন্ম কেপটাউনে। এই শহরের কাছে সমকামীদের জন্য আল ঘুরবাহ নামের একটি মসজিদ নির্মাণ করেছিলেন তিনি।


দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, অজ্ঞাত দুই সন্দেহভাজন মুখ ঢাকা অবস্থায় গাড়ি থেকে বেরিয়ে মুহসিনের গাড়িটিকে লক্ষ্য করে একাধিক গুলি ছুড়তে শুরু করে। পরে তাঁরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।


এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর সত্যতা এএফপিকে নিশ্চিত করেছেন স্থানীয় পুলিশের এক মুখপাত্র। পুলিশ জানায়, হত্যার উদ্দেশ্য এখনও জানা যায়নি। এ ঘটনা নিয়ে তদন্ত চলছে।


আন্তর্জাতিক লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল, ট্রান্স এবং ইন্টারসেক্স অ্যাসোসিয়েশন এই হত্যার নিন্দা করেছে।

ট্যাগস:

সমকামীআফ্রিকা

কফিপোস্টের সর্বশেষ খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল অনুসরণ করুন।

© কফিপোস্ট ডট কম

অনলাইনে পড়তে স্ক্যান করুন