এনসিপিতে এলজিবিটিকিউর কাউকে পদ দেওয়া হয়নি, চূড়ান্ত তালিকা আজই: রিফাত রশিদ

ডেস্ক রিপোর্ট
প্রকাশঃ ১ মার্চ ২০২৫, ৫:২৮ এএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘোষণার পর থেকেই দলের যুগ্ম সদস্য সচিব মুনতাসির রহমানের এলজিবিটিকিউ (সমকামী) সম্প্রদায়ের প্রতি সমর্থনমূলক কিছু ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে নেটিজেনদের মধ্যে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব রিফাত রশিদ শনিবার (১ মার্চ) ফেসবুকে একটি পোস্টে বলেন, "এলজিবিটিকিউ কিংবা 'গে' সম্প্রদায়ের সঙ্গে জড়িত কোনো ব্যক্তিকে এনসিপিতে কোনো পদ দেওয়া হয়নি। চূড়ান্ত তালিকা আজ প্রকাশ করা হবে।"
তিনি আরও উল্লেখ করেন, "একজন মুসলিম হিসেবে আমি নৈতিক দৃষ্টিকোণ থেকে এলজিবিটিকিউ বা গে সম্প্রদায়কে সমর্থন করি না। মুনতাসির রহমান জুলাই অভ্যুত্থানকালে আমাদের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। কুয়েত মৈত্রী হাসপাতালে আমরা আটকা পড়ার পর সেখান থেকে আমাদের উদ্ধারে তিনি সহায়তা করেন এবং জুলাইয়ের আন্দোলন চলাকালেও তিনি আমাদের সঙ্গে যুক্ত ছিলেন।"
রিফাত রশিদ আরও বলেন, "সেই প্রেক্ষাপটে আমরা তাকে একজন মানবাধিকার কর্মী হিসেবেই জানতাম। তবে সামাজিক মাধ্যমে তার কিছু ছবি ছড়িয়ে পড়ায় আমরা জানতে পারি যে তিনি এলজিবিটিকিউ সম্প্রদায়ের সঙ্গে জড়িত। এটি আমাকে ব্যক্তিগতভাবে বিব্রত করেছে। আমি আবারও স্পষ্ট করছি যে, আমি কোনো ধরনের সমকামিতাকে সমর্থন করি না।"
তিনি তার পোস্টের মন্তব্যস্তরে লিখেন, "এলজিবিটিকিউ কিংবা 'গে' সম্প্রদায়ের সঙ্গে জড়িত কোনো ব্যক্তিকে এনসিপিতে কোনো পদ দেওয়া হয়নি। চূড়ান্ত তালিকা আজ প্রকাশ করা হবে। সকলকে ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করছি।"
কফিপোস্টের সর্বশেষ খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল অনুসরণ করুন।
© কফিপোস্ট ডট কম
অনলাইনে পড়তে স্ক্যান করুন