এইচ এম নাঈম
রাজনৈতিক দল চালাতে লাগে যোগ্য নেতৃত্ব, শুধু আন্দোলন করলে নেতা হওয়া যায় না

ডেস্ক রিপোর্ট
প্রকাশঃ ১ মার্চ ২০২৫, ১২:৫৬ পিএম

রাজনৈতিক দল পরিচালনার জন্য প্রয়োজন সঠিক নেতৃত্ব, শুধু আন্দোলনে সক্রিয় থাকলেই নেতা হওয়া যায় না— বলে সামাজিক মাধ্যম ফেসবুকের এক পোস্টে এমন মত প্রকাশ করেছেন উদ্যোক্তা এইচ এম নাঈম। তিনি বলেন, "একটা আন্দোলনের সমন্বয়ক হওয়া আর একটা রাজনৈতিক দল চালানোর মধ্যে আকাশ-পাতাল পার্থক্য রয়েছে। যে কোনো জাতীয় ইস্যুতে আপনি দাঁড়িয়ে গেলে অনেক মানুষ আপনার পাশে দাঁড়াবে। তবে তারা কেবল ব্যক্তির জন্য নয়, বরং জাতীয় স্বার্থ রক্ষার উদ্দেশ্যেই একত্রিত হয়।"
তিনি আরও বলেন, "আপনাদের প্রতি পূর্ণ সম্মান রেখে এবং আগস্টে আপনাদের অগ্রণী ভূমিকার সম্পূর্ণ ক্রেডিট দিয়েই বলছি, ডিবি অফিসে তুলে নিয়ে যাওয়ার আগে পর্যন্ত আমি আপনাদেরকে চিনতাম না। আপনাদের নামও কোনো দিন শুনিনি। তাও আমি আন্দোলনের সময় নিজের জীবনের মায়া ত্যাগ করে ফেসবুকে এক্টিভ থেকেছি, রাস্তায় নেমেছি। আমি ম*রে গেলে কোনো নিউজও হতো না। তাও নেমেছি, কার কথায়, আপনাদের কথায়?"
তিনি আরও বলেন, "দেখেন আগস্টে আপনারা সমর্থন পেয়েছেন। এখনও আপনারা সমর্থন পাচ্ছেন। আশা করি ভবিষ্যতেও পাবেন। কিন্তু মনে রাখবেন, আন্দোলনের নেতা হওয়া আর রাজনৈতিক নেতা হওয়া কিন্তু এক জিনিস না। যার ব্যাট তাকে আগে ব্যাটিং দিতে হবে নীতি কিন্তু জাতীয় দলে চলে না। যার যোগ্যতা আছে তাকে জায়গা দিন। কে জুলাই আগষ্টে কতটা কন্ট্রিবিউট করেছে সেইটা দেখে নেতা নির্বাচন করলে সেইটা হবে আবেগ তাড়িত বিরাট বড় ভুল। যার অবদান আছে তাকে তার প্রাপ্য সম্মান দিন। কিন্তু ভাবার দরকার নেই যে সাধারণ জনগণ যে কাউকে তার নেতা হিসেবে গ্রহণ করবে।"
নেতৃত্বের যোগ্যতা সম্পর্কে তিনি বলেন,"নেতা হওয়ার জন্য বলিষ্ট কন্ঠ লাগে, কমান্ড দেওয়ার ক্ষমতা লাগে, বুক ফুলিয়ে সামনে দাঁড়ানোর মতো সাহস লাগে, সব থেকে বড় কথা জনগনের কথা চিন্তা করা লাগে। যার তার মধ্যে এই বৈশিষ্ট্য থাকে না।"
তিনি সতর্ক করে বলেন, "জুলাই আগস্ট থেকে বের হন, কারণ এখন আপনারা আর জুলাই আগস্টে নেই। এখন আপনারা অন্য রাজনৈতিক দলের মতো একটা রাজনৈতিক দল। আর রাজনৈতিক দল চালানোর জন্য যোগ্য নেতা খুঁজে বের করুন। জুলাই আগস্টের স্টেক ভাগাভাগি করতে গেলে যত দ্রুত এসেছেন তত দ্রুতই হারিয়ে যাবেন। নেতা খুঁজুন, নেতা বানান যার নেতৃত্ব মেনে নিতেও সবার ভালো লাগবে।"
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব মুনতাসির রহমানকে নিয়ে সাম্প্রতিক সময়ে এক বিতর্ক তৈরি হয়, যেখানে তার ব্যক্তিগত জীবন ও এলজিবিটিকিউ সম্প্রদায়ের সাথে সম্পৃক্ততা নিয়ে আলোচনা উঠে আসে। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হলে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব রিফাত রশিদ একটি পোস্ট দিয়ে দলের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেন।

সেই পোস্ট শেয়ার করে এইচ এম নাঈম মন্তব্য করেন, "দ্বিতীয় লাইনে ফোকাস করুন। জুলাইতে হেল্প করেছে বলে নেতা বানিয়ে দিয়েছে। এভাবে নেতা হওয়া গেলে প্রতি ঘরে একটা করে নেতা আছে। আর এই ধরনের স্টেটমেন্ট রাজনৈতিক দলের জন্য গ্রহণযোগ্য নয়।"
কফিপোস্টের সর্বশেষ খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল অনুসরণ করুন।
© কফিপোস্ট ডট কম
অনলাইনে পড়তে স্ক্যান করুন