হেফাজতের গণহত্যায় গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীদের সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর

ডেস্ক রিপোর্ট
প্রকাশঃ ১২ মার্চ ২০২৫, ১১:০১ এএম

শাপলা চত্বরে হেফাজতের গণহত্যায় গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীদের সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশন পক্ষে শুনানি শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
তিনি বলেন, ‘গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীরা সরাসরি হেফাজতের গণহত্যায় জড়িত ছিল বলে আমরা প্রমাণ পেয়েছি। হেফাজতের আন্দোলনের মৃত্যুর সংখ্যা কত তা তদন্তাধীন। তদন্তের প্রতিবেদন জমা দেয়ার পরই নিশ্চিত সংখ্যা বলা যাবে।’
তিনি আরও জানান, ‘আগামী ১২ মে ট্রাইব্যুনালে তদন্তের প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।’
এর আগে, শাপলা চত্বরের ঘটনায় হেফাজতের করা মামলায় বুধবার দুপুরে শেখ হাসিনা ও বেনজীর আহমেদসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ ছাড়া এই মামলায় চার অভিযুক্ত যারা গ্রেফতার হয়ে কারাগারে আছেন, তাদের প্রোডাকশন ওয়ারেন্ট মূলে হাজির করার নির্দেশ দেয়া হয়েছে।
এই চারজন হলেন- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও সাবেক পুলিশ কর্মকর্তা মোল্লা নজরুল ইসলাম।
কফিপোস্টের সর্বশেষ খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল অনুসরণ করুন।
© কফিপোস্ট ডট কম
অনলাইনে পড়তে স্ক্যান করুন