KOFIPOST

KOFIPOST

নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা না হলে ঈদের পরে আন্দোলন: বিএনপি নেতা হারুন

মোঃ মাসুদ রানা
অ+
অ-
নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা না হলে ঈদের পরে আন্দোলন: বিএনপি নেতা হারুন

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হারুন অর রশিদ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব ও কর্তব্য হচ্ছে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা করা। নির্বাচন নিয়ে কোনো প্রকার তালবাহানা চলবে না। নির্বাচন নিয়ে সুস্পষ্ট ঘোষণা না হলে ঈদের পর বৃহত্তর আন্দোলনে নামবে বিএনপি।


রোববার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে গাইবান্ধা শহরের পৌর পার্কে জেলা বিএনপির উদ্যোগে গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


হারুন অর রশিদ বলেন, অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে যথেষ্ট বির্তক করে ফেলেছেন। উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এটি বাংলাদেশের জনগণ কোনোদিন মেনে নেবে না।


তিনি আরও বলেন, শেখ হাসিনা পালানোর মধ্য দিয়ে আওয়ামী লীগের নৌকা স্থায়ীভাবে ডুবিয়ে দিয়ে গেছে। সেই নৌকা আর কোনোদিন বাংলাদেশে জাগ্রত হবে না। গত ১৫ বছর হাসিনা সরকার বাংলাদেশের মানুষের ওপর জুলুম-অন্যায়-অত্যাচার করেছে।

ট্যাগস:

বিএনপিনির্বাচন

কফিপোস্টের সর্বশেষ খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল অনুসরণ করুন।

© কফিপোস্ট ডট কম

অনলাইনে পড়তে স্ক্যান করুন