KOFIPOST

KOFIPOST

কেরানীগঞ্জে বিএনপির নেতার বাধায় টিসিবি পণ্য বিক্রি বন্ধ, বিপাকে নিম্ন আয়ের মানুষ

মোঃ মাসুদ রানা
অ+
অ-
কেরানীগঞ্জে বিএনপির নেতার বাধায় টিসিবি পণ্য বিক্রি বন্ধ, বিপাকে নিম্ন আয়ের মানুষ

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে নিম্ন আয়ের মানুষের জন্য পণ্য বিক্রিতে একাধিকবার বাধা দিয়েছেন বিএনপির একজন নেতা ও তাঁর অনুসারীরা। এতে পণ্য বিক্রি কার্যক্রম বন্ধ আছে। বিপাকে পড়েছেন সেখানকার নিম্ন আয়ের মানুষেরা।


টিসিবি পণ্যের কয়েকজন ভোক্তার সঙ্গে কথা বলে জানা গেছে, দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আনিস ও তাঁর অনুসারীরা টিসিবির পণ্য নিজেরা বিক্রির জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের এক নারী প্রতিনিধিকে চাপ প্রয়োগ করেন। তিনি এতে রাজি না হওয়ায় তাঁকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যায়িত করে হুমকি-ধমকি দেওয়া হয়।


আজ রোববার সকালে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের পারগেন্ডারিয়া এলাকায় টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম বন্ধ হয়ে যায়। এর আগে গতকাল শনিবার দুপুরে একই স্থানে বিএনপি নেতা আনিস ও তাঁর অনুসারীরা টিসিবির পণ্য বিক্রিতে বাধা দেন। এতে ডিলার বাধ্য হয়ে পণ্য বিক্রি কার্যক্রম বন্ধ রাখেন।


ওই এলাকায় সরেজমিনে গিয়ে কথা হয় টিসিবির পণ্য কিনতে আসা গৃহকর্মী ছালেহা বেগমের (৫০) সঙ্গে। তিনি বলেন, ‘আমার স্বামীডা অসুস্থ। কামকাইজ করতে পারে না। আমি মাইনষের বাড়িতে কাম কইরা কুনু রকম সংসারডা চালাইতাছি। আমার অবস্থা দেইখ্যা মেম্বার আমারে টিসিবির কার্ড দিছিল। ওই কার্ড দিয়া কম টেহায় জিনিসপাতি কিনতে পারতাম। আজ ‍টিসিবির মাল দিতাসে হুইনা এইহানে আইছি। আইয়া দেহি মাল বিক্রি বন্ধ আছে। হুনছি নেতারা গন্ডগুল করায় মাল বিক্রি বন্ধ রাখছে।’ তিনি আক্ষেপ করে বলেন, ‘এই সরকারের আমলেও আমগো মতো গরিবের মাল লইয়াও টানাটানি করে মানুষ। আমরা কই যামু?’


দিনমজুর রহিম মিয়া (৪৫) বলেন, ‘রোজার মাসে টিসিবির জিনিস কিনতে পারলে পরিবার নিয়ে একটু ভালোভাবে চলতে পারতাম। দোকানে তেলের দাম বেশি, কিনতে পারি না। তাই এখানে এলাম। এসে শুনি বিএনপির নেতারা পণ্য বিক্রি বন্ধ করে দিয়েছেন। তাহলে আমাদের মতো গরিব মানুষ কোথায় যাবে? পণ্য কিনতে না পেরে খালি হাতে বাসায় ফিরে যেতে হচ্ছে।’


অভিযোগের বিষয়ে জানতে বিএনপি নেতা মো. আনিসের মুঠোফোন নম্বরে একাধিকবার কল দিলেও সংযোগ বন্ধ পাওয়া যায়। জানতে চাইলে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি নিপুণ রায় বলেন, টিসিবির পণ্য বিক্রি করবে সরকার কর্তৃক নির্ধারিত ডিলার। অন্য কারও টিসিবির পণ্য বিক্রি করার সুযোগ নেই। কোনো ব্যক্তি এটি করতে পারেন না। বিষয়টি খোঁজখবর নিয়ে দেখবেন বলে জানান।


কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিনাত ফৌজিয়া বলেন, ‘এ বিষয়ে আমি অবগত নই। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ট্যাগস:

ঢাকা

কফিপোস্টের সর্বশেষ খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল অনুসরণ করুন।

© কফিপোস্ট ডট কম

অনলাইনে পড়তে স্ক্যান করুন