KOFIPOST

KOFIPOST

টাঙ্গাইলে শিক্ষা সফরের চার বাসে ডাকাতি, বাস থেকে মালপত্র লুট

ডেস্ক রিপোর্ট
অ+
অ-
টাঙ্গাইলে শিক্ষা সফরের চার বাসে ডাকাতি, বাস থেকে মালপত্র লুট

টাঙ্গাইলের ঘাটাইল-সাগরদীঘি সড়কের লক্ষণের বাধা এলাকায় শিক্ষা সফরে থাকা চারটি স্কুলবাসে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা যাত্রীদের কাছ থেকে নগদ অর্থসহ স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুট করেছে। গত ১০ দিনের মধ্যে এটি এই সড়কে তৃতীয় ডাকাতির ঘটনা।


নাটোরের গ্রীনভ্যালি পার্কে শিক্ষা সফরের উদ্দেশ্যে মঙ্গলবার ভোরে চারটি বাসে রওনা দেন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সোয়াইতপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। ভোর সাড়ে চারটার দিকে বাসগুলো ঘাটাইল উপজেলার লক্ষণের বাধা এলাকায় পৌঁছালে হঠাৎ করে রাস্তায় গাছের গুঁড়ি দেখতে পান তারা।


কিছু বুঝে ওঠার আগেই ১০-১২ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। বাসগুলোর জানালা ও দরজা বন্ধ করা হলেও ডাকাতরা পেছনের বাসগুলোর জানালা ভেঙে ঢুকে মালামাল লুট করতে শুরু করে।


সেখানে থাকা প্রধান শিক্ষক খলিলুর রহমান বলেন, ‘ এ ঘটনায় মারধরের শিকার হয়েছেন ওই বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর সাখাওয়াত হোসাইন রবিন (২৫) ও অভিভাবক শহিদুল্লাহ তালুকদার (৩৯)। ডাকাতরা নগদ টাকা নিয়ে গেছে দেড় লাখ। স্বর্ণ দেড় ভরি। স্মার্টফোন ১০টা।


স্থানীয় ইউপি সদস্য লিয়াকত হোসেন বলেন, মাঝে মধ্যেই ওইস্থানে (লক্ষণের বাধা) ডাকাতির ঘটনা ঘটে। বুধবারও একই স্থানে ডাকাতি হয়েছে।


ডাকাতির সত্যতা নিশ্চিত করে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, মঙ্গলবার ভোরে ঘাটাইল-সাগরদীঘি সড়কে গাছ ফেলে শিক্ষা সফরে যাওয়ার পথে চারটি স্কুলবাসে ডাকাতির ঘটনা ঘটেছে। যতটুকু জানতে পেরেছি সাতটি মোবাইল ও দুই হাজার ৭০০ টাকা নিয়েছে ডাকাতরা। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এলাকার লোকদের নিয়ে বৈঠক করেছি। এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি।

ট্যাগস:

ঢাকাডাকাতিঅপরাধটাঙ্গাইল

কফিপোস্টের সর্বশেষ খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল অনুসরণ করুন।

© কফিপোস্ট ডট কম

অনলাইনে পড়তে স্ক্যান করুন